শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫:৫১, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:২৩, ৬ এপ্রিল ২০২৫
১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতা থাই সাঁতারুর টাইমিং ৫৬ দশমিক ৯৩ আর রুপা জেতা হংকংয়ের সাঁতারুর টাইমিং ৫৭ দশমিক ৮৪। আজ থাই ওপেন চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টেও অংশ নেবেন সামিউল।
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন বাংলাদেশী সামিউল। সেখানে মূলত উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি । থাইল্যান্ডে হওয়া থাই ওপেন চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন এবং সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সামিউল
বর্তমানে বাংলাদেশের প্রতিভাবান সাঁতারুদের একজন সামিউল। ২০২৩ সালে হওয়া জাতীয় সাঁতারে রেকর্ড গড়ে তিন সোনা জেতেন ২১ বছর বয়সী এই সাঁতারু। আর গত বছর ৩৩তম জাতীয় সাঁতারে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে পাঁচটি সোনা ও একটি ব্রোঞ্জ জেতেন সামিউল।