শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৬:১২, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৩৬, ৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা দীর্ঘদিনের। সেই পরিকল্পনাকেই এবার বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত। রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব তথ্য জানান।
এরআগে দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্পোর্টস হাব নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। আর সংযুক্ত আরব আমিরাত এতে সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’
এছাড়াও তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বিষয়টি বলেছিলাম। তিনি যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’
ক্রীড়া উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টস হাব নিয়ে বর্তমানে কাজ করছে। আর কী পরিমাণ অর্থ প্রয়োজন হবে সেটা আমরা পরে জানাব। আশা করছি সামনের অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’