ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা
Scroll
পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা
Scroll
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
Scroll
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
Scroll
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ
Scroll
সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম
Scroll
রপ্তানিকারকদের উদ্বেগ: যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হওয়া শুরু
Scroll
ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু
Scroll
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
Scroll
রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৪০

বিসিবির সভাপতির কাছে মিরাজের আবদার

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯:১৭, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৭, ৬ এপ্রিল ২০২৫

বিসিবির সভাপতির কাছে মিরাজের আবদার

মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা সমালোচনা বেশ আগে থেকেই। কখনো পজিশন পরিবর্তনে করে পেয়েছেন সাফল্য আবার কখনো ব্যর্থ হয়ে শুনতে হয়েছে দর্শকের কটুক্তি। মিউজিক্যাল চেয়ারের মতো বদলে যায় তার পজিশন । 

মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং পজিশন ঠিক করার আবদার জানিয়েছেন এই অলরাউন্ডার। সভাপতির আগে একই কথা টিম ম্যানেজমেন্ট, কোচকেও জানিয়েছিলেন মিরাজ।

আজ (৬ এপ্রিল) রবিবার মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে ৫৫ বলে ৬৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আসলে কোথাও থিতু হতে গেলে একটু সময় লাগে। আমাকে সে সময়টা দেওয়া হয় না। অবশ্যই চাই একটা জায়গায় থিতু হতে। এ বিষয়ে টিম ম্যানেজমেন্ট, কোচ, ফারুক ভাই (বিসিবি সভাপতি) সবার সঙ্গে আমার কথা হয়েছে। তারা সবাই একমত যে, আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় নিয়মিত ব্যাট করতে পারি, তাহলে সেটা আমার জন্য যেমন ভালো, দলের জন্যও লাভজনক।’

পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মিরাজ। তিনি বলেন, ‘এর আগে আমি চার নম্বরে খেলেছি। তবে আমার মনে হয় পাঁচ-ছয় নম্বর পজিশনটা আমার জন্য সবচেয়ে উপযুক্ত। এখানে আমি ফিনিশারের ভূমিকাও রাখতে পারি। আট নম্বরে খেলেছি আগে, সে সময়ও ফিনিশিংয়ের দায়িত্ব ছিল। কিন্তু পাঁচ-ছয়ে খেললে আমি সময় পাই, ইনিংস গড়তে পারি এবং দায়িত্বও বুঝতে পারি।’

আরও পড়ুন