শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৯:১৭, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৭, ৬ এপ্রিল ২০২৫
মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং পজিশন ঠিক করার আবদার জানিয়েছেন এই অলরাউন্ডার। সভাপতির আগে একই কথা টিম ম্যানেজমেন্ট, কোচকেও জানিয়েছিলেন মিরাজ।
আজ (৬ এপ্রিল) রবিবার মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে ৫৫ বলে ৬৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আসলে কোথাও থিতু হতে গেলে একটু সময় লাগে। আমাকে সে সময়টা দেওয়া হয় না। অবশ্যই চাই একটা জায়গায় থিতু হতে। এ বিষয়ে টিম ম্যানেজমেন্ট, কোচ, ফারুক ভাই (বিসিবি সভাপতি) সবার সঙ্গে আমার কথা হয়েছে। তারা সবাই একমত যে, আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় নিয়মিত ব্যাট করতে পারি, তাহলে সেটা আমার জন্য যেমন ভালো, দলের জন্যও লাভজনক।’
পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মিরাজ। তিনি বলেন, ‘এর আগে আমি চার নম্বরে খেলেছি। তবে আমার মনে হয় পাঁচ-ছয় নম্বর পজিশনটা আমার জন্য সবচেয়ে উপযুক্ত। এখানে আমি ফিনিশারের ভূমিকাও রাখতে পারি। আট নম্বরে খেলেছি আগে, সে সময়ও ফিনিশিংয়ের দায়িত্ব ছিল। কিন্তু পাঁচ-ছয়ে খেললে আমি সময় পাই, ইনিংস গড়তে পারি এবং দায়িত্বও বুঝতে পারি।’