শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৯:৩৮, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:২০, ৬ এপ্রিল ২০২৫
জাতীয় নারী ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। নারী লিগ খেলতে আজ ভুটানে পৌঁছেছেন তারা। সেখানে এ চার ফুটবলারকে বরণ করে নিয়েছে পারো ফুটবল ক্লাব।
ভুটানের লিগে খেলার কথা রয়েছে মাসুরা পারভীন ও রুপ্না চাকমারও। তাদের দলে নিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। তবে এখনো দেশে রয়েছেন তারা। ছাড়পত্র দেওয়া হয়েছিল মোসাম্মৎ সাগরিকাকেও। কিন্তু বয়স জটিলতার কারণে শেষ মুহূর্তে নিবন্ধন করতে পারেননি তিনি। তার পরিবর্তে কৃষ্ণা রানী সরকারকে নেওয়ার পরিকল্পনা করছে ট্রান্সপোর্ট। এছাড়া সানজিদা খাতুন ও শামসুন্নাহার সিনিয়রেরও দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১৯ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হবে। দুই মৌসুম বিরতির পর এবার ফিরতে যাচ্ছে সাবিনাদের পারো এফসি।
এদিকে আজ বাফুফের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৪৯ নারী ফুটবলারের। আজ ঢাকায় ফিরতে পারেন কোচ পিটার বাটলারও। জুনে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে কাল থেকে শুরু হবে অনুশীলন পর্ব। সকাল-বিকাল দুটি জিম সেশন রয়েছে জাতীয় নারী ফুটবল দলের।