ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

৩০ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
শিল্পখাতে গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ
Scroll
সুদানে দুটি শরণার্থীশিবিরে বিদ্রোহী বাহিনীর হামলা, নিহত ১০০
Scroll
সাইবার ওয়ার্ল্ডেও মনিটর করছি, যেন কেউ অপপ্রচার চালাতে না পারে: র‌্যাব ডিজি
Scroll
মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্ত শনাক্ত, শোভাযাত্রার আগেই খবর পাবেন: ডিএমপি কমিশনার
Scroll
সবাইকে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
প্লট দুর্নীতির মামলা: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Scroll
দ্রুত নির্বাচনের দাবিতে মাঠে নামছে বামপন্থিরা
Scroll
পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ আলোচনা
Scroll
জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
Scroll
মাগুরায় সেই শিশু ধর্ষণের ঘটনায় এক মাসেও প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন
Scroll
পুলিশ সপ্তাহে থাকছে না প্যারেড, নির্বাচনে ভূমিকা নিয়ে নির্দেশনা থাকবে

ফিলিস্তিনিদের জন্য দোয়া প্রার্থনা ক্রিকেটারদের 

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৪:১৪, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১১, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের জন্য দোয়া প্রার্থনা ক্রিকেটারদের 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বর হামলায় প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। মৃত্যুর মিছিল আর আহত শিশুদের আহজারিতে স্তব্ধ গাজার আকাশ-বাতাস। দখলদার বাহিনীর বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানাচ্ছেন কোটি কোটি মানুষ। একই সাথে বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হচ্ছে। এবার প্রতিবাদে সামিল হচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। ফিলিস্তিন ইস্যুতে  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
 
নিজের ভেরিফায়েড  ফেসবুক পেজে আজ ( ৭ এপ্রিল) সকালে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করেন মুশফিকুর রহিম। ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘ওহ আল্লাহ। নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। ওহ আল্লাহ আপনি তাদের রক্ষাকর্তা, সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করুন।

এদিকে মাহমুদ উল্লাহ লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে রাহমানুর রাহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করুন ও বিজয়ী বানিয়ে দিন। আমিন।

হে রব, এটা সহ্য করা যাচ্ছে না। আপনি আল-আহাদ, আপনি আস-সামাদ। হে আল্লাহ, দয়া করে রক্ষা করুন।’

মেহেদী হাসান মিরাজও গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গাজার বিধ্বস্ত ঘরবাড়ির ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘গাজার আকাশ আজও বারুদের গন্ধে ভারী। গাজার আকাশ আজ অন্ধকার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি। নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, আর গাজার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, নির্যাতিতদের ধৈর্য দিন, গাজাকে শান্তি ও নিরাপত্তা দিন। হে পরাক্রমশালী আল্লাহ, গা’জাকে হেফাজত করুন, অসহায়দের সহায়তা করুন।আপনি সর্বশক্তিমান।’

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলী লিখেছেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। পুরো বিশ্ব এই গণহত্যার জন্য দায়ী থাকবে। বিশেষ করে আরবসহ প্রতিটি মুসলিম দেশ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও এর প্রতিবাদ করেনি। হে আল্লাহ, গাজাসহ বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে আপনি কুদরতি শক্তি দ্বারা হেফাজত করুন।’

গাজায় ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে ফেসবুক পেজে নাহিদ লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’ 

জাতীয় দলের আরেক খেলোয়ার  তানজিম সাকিব লিখেছেন, ‘মুসলিমরা তো এত ভীত ছিলো না । বদরের প্রান্তরে সুসজ্জিত ১০০০ বিরুদ্ধে ৩০০ জনের সেই ঐতিহাসিক বীরত্ব গাথা কাহিনি তো আমাদের । দুনিয়া প্রীতি কি আমাদের এতটাই কাপুরুষ বানিয়ে দিল ?‘

আরও পড়ুন