ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

পিএসএল খেলতে পাকিস্তানে দেশের দুই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৩:৫১, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:১০, ৮ এপ্রিল ২০২৫

পিএসএল খেলতে পাকিস্তানে দেশের দুই ক্রিকেটার

১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। আর এতে অংশ নিতে ২৪ ঘন্টার ব্যবধানে পাকিস্তান গেলেন রিশাদ হোসেন ও লিটন দাস।

গতকাল ( ৭ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছেন  বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ। এরপর আজ মঙ্গলবার ( ৮ এপ্রিল) সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন।

 

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৪৪ মিনিটে একটি সেলফি পোস্ট করেন লিটন। এতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।

এদিকে, অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ হোসেন লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।

আরও পড়ুন