ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

রোনালদোর বিলাসবহুল হোটেলে আগুন

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৫:১৮, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৫৪, ৮ এপ্রিল ২০২৫

রোনালদোর বিলাসবহুল হোটেলে আগুন

ফুটবলারের বাইরেও একজন সফল ব্যবসায়ী হিসেবে নাম রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। নানা ধরনের ব্যবসার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এই ফুটবলারের হোটেল ব্যবসাও রয়েছে। এছাড়া ব্যবসার কারণে সংবাদের শিরোনাম হয়েছেন বহুবার।

তবে এবারের সংবাদের শিরোনামটা একটু ভিন্ন। গত শনিবার মরক্কোর রাজধানীতে অবস্থিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল হোটেল ‘প্রেস্টিনা সিআরসেভেনে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেস্টিনা সিআরসেভেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হোটেলের একটি ফাঁকা রুমে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে সেখানে কোনো আসবাবপত্র না থাকায় আগুন বাড়তে পারেনি। দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়েছে। কেউ আহত হয়নি, ক্ষতির পরিমাণও ছিল কম। হোটেলে থাকা অতিথিদেরও নিরাপদে বের করে নেওয়া হয়েছিল বলেও জানান হোটেল কর্তৃপক্ষ। ,

প্রাথমিক ভাবে জানা যায়, আগুনের সূত্রপাত ইলেক্টিকাল সর্ট সার্কিটের কারণে। এরইমধ্যে পুরো বিষয়টি তদন্ত করতে একটি দলও গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর পরই আবারও কিংবদন্তি ফুটবলারের মালিকানাধীন হোটেলে ফিরেছেন অতিথিরা।

 

আরও পড়ুন