ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র 

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬:৩৫, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:০০, ৮ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র 

চলতি মাসে বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হতে যাচ্ছে। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র দলে স্থান পেয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব । 

এই সিরিজে চমক হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব। প্রথম বারের মতো টেস্ট সিরিজে ডাক পেলেও দলে নেই অভিজ্ঞ তাসকিন আহমেদ। এই সিরিজে ইনজুরির কারণে অংশ নিতে পারছেন না তাসকিন আহমেদ। তাসকিনের যায়গায় নেয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। 

এই সিরিজের শেষ টেস্ট ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। 


 

আরও পড়ুন