শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮:৫৮, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:২৫, ৮ এপ্রিল ২০২৫
এদিকে, টাইব্রেকারে ঠিক আগমুহূর্তেই গোলরক্ষক পরিবর্তন করে বসুন্ধরা কিংস। মেহেদী হাসান শ্রাবণকে তুলে নিয়ে নামানো হয় আনিসুর রহমান জিকোকে। প্রথমেই আবাহনীর জাফর ইকবালের শট ঠেকিয়ে নিজেকে প্রমাণ করেন তিনি।
পরে আবাহনীর হয়ে পরের চারটি শটে ঠিকই গোল করেন রাফায়েল অগুস্তো, এমেকা ওগবুহ, সবুজ হোসেন ও মোহাম্মদ ইব্রাহীম। অন্যদিকে বসুন্ধরার হয়ে জনাথন ফার্নান্দেজ, মোরসালিন শেখ গোল করলেও হতাশায় ডোবান রাব্বি হোসেন রাহুল ও দাসিয়েল এলিস।
ফলে ৪-২ ব্যবধানের জয়ে ফাইনালে চলে যায় আবাহনী লিমিটেড। দুই বছর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠল তারা। বসুন্ধরার সামনে অবশ্য দ্বিতীয় সুযোগ রয়েছে। ১৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে তারা।