শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:০২, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১৪, ৯ এপ্রিল ২০২৫
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ আইপিএলে তার ৪২ বলে ১০৩ রানের ইনিংসটা রীতিমত হইচই ফেলে দিয়েছে ক্রিকেটের দুনিয়াতে। ভারত জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদব তো ম্যাচ শেষ হতেই প্রশংসায় ভাসালেন প্রিয়াংশকে।
টপ অর্ডারে আর কেউ রান পাননি। একের পর এক উইকেট পড়ছে। ৮৩ রানে নেই দলের ৫ উইকেট। তরুণ যেকোন ব্যাটারের জন্যেই এমন পরিস্থিতি সামলানো বেশ কঠিন । তবে প্রিয়াংশ যেন আলাদা ধাঁচে গড়া। খেললেন ৭ চার আর ৯ ছক্কায় গড়া দুর্দান্ত এক ইনিংস।
তার ওই সেঞ্চুরির সুবাদে প্রথম ৫ উইকেট হারানোর পর পাঞ্জাব স্কোরবোর্ডে তুলেছে আরও ১৩৬ রান। আইপিএলে প্রথম ইনিংসে ৫ উইকেট পতনের পর সবচেয়ে বেশি রান সংগ্রহের নতুন রেকর্ড এটি। এর আগে প্রথম ইনিংসে ৫ উইকেট হারানোর পর সর্বোচ্চ ১২৫ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
৩৯ বলে পেয়েছেন শতকের দেখা। আইপিএলে এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম। আবার ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্বিতীয় দ্রুততম। আসরের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও দ্রুততম সেঞ্চুরি এটি।