ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালকে উড়িয়ে দিলো আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৪০, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২৬, ৯ এপ্রিল ২০২৫

রিয়ালকে উড়িয়ে দিলো আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ডেকলান রাইসের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়েছে গানার্সরা।

প্রতিপক্ষের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম মিনিটেই অ্যাটাক করে গ্যালাক্টিকোসরা। কিলিয়ান এমবাপ্পের শট প্রতিহত হয় আর্সেনাল গোল রক্ষকের কাছে। এরপরই ধারালো হতে থাকে আর্সেনাল। তবে প্রধমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

এরইমধ্যে, বিরতির ঠিক আগমুহূর্তে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট আটকে দেন কোর্তোয়া। আবার ম্যাচের ৩১ মিনিটে আর্সেনাল গোলরক্ষককে একা পেয়েও এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল দ্বিতীয়ার্ধেই। ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকে ম্যাচের রঙ। ৫৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন রাইস। দৃষ্টি নন্দন এক ফ্রি কিকে লিড এনে দেন দলকে।

আর্সেনাল ও ওয়েস্ট হাম ক্যারিয়ারে ৩৩৯ ম্যাচ খেলে এটিই রাইসের সরাসরি ফ্রি কিক থেকে প্রথম গোল। এরপর ম্যাচের ৭০ মিনিটে আবারো ফ্রি কিক পায় গানার্সরা। আবারো রাইসের জোড়ালো শট খুজে নেয় জালের ঠিকানা।

মাত্র ১২ মিনিটের মধ্যে দুটি দুর্দান্ত ফ্রি কিক গোল দেখে উৎসব শুরু হয়ে যায় এমিরেটস স্টেডিয়ামে। ফলে ৩-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
 

আরও পড়ুন