শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৩, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৪২, ১১ এপ্রিল ২০২৫
এ লক্ষ্যে পর্তুগাল তারকা প্রতিষ্ঠা করছেন একটি স্টুডিও। ‘ইউআর-মারভ’ নামে এ প্রকল্পে তার সঙ্গে যৌথভাবে কাজ করছেন হলিউড নির্মাতা ম্যাথিউ ভন। এরইমধ্যে এই প্রতিষ্ঠান থেকে দুটি অ্যাকশন সিনেমাও নির্মিত হয়েছে। সিনেমা দুটির অর্থায়নও করেছেন এই অংশীদারি প্রতিষ্ঠান। তৃতীয় সিনেমা নির্মাণের কাজও এগিয়ে চলছে। মূলত একটি সিনেমারই তিনটি কিস্তি নির্মিত হচ্ছে। প্রথম কিস্তির তথ্য শিগগির প্রকাশ করা হবে বলে জানা গেছে। শুধু বিনিয়োগই নয়, সিনেমাটির গল্প ভাবনাও রোনালদোর।
ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন উদ্যোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’।
এ প্রসঙ্গে নির্মাতা ভন বলেন, ‘ক্রিশ্চিয়ানো এমন গল্প তৈরি করেছেন যা আমি কখনও লিখতে পারতাম না, এবং আমি তার সাথে অনুপ্রেরণামূলক সিনেমা তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি একজন বাস্তব জীবনের সুপারহিরো’।