ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

পিএসএলের পর্দা উঠছে আজ, চমক দেখাতে পারেন রিশাদ 

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৪৫, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩৫, ১১ এপ্রিল ২০২৫

পিএসএলের পর্দা উঠছে আজ, চমক দেখাতে পারেন রিশাদ 

আজ (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম সংস্করণ। রাতে উদ্বোধনী ম্যাচে দেখা হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের। এ দুই দলই পিএসএলের সবচেয়ে সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরই মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও জিতেছে দুবার।

এবার লাহোর কালান্দার্সে আছেন বাংলাদেশের রিশাদ হোসেনও। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে। তবে রিশাদ খেলবেন ফখর জামান, আসিফ আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলদের সঙ্গে। দেশ ছাড়ার আগে তিনি জানিয়ে গেছেন দারুণ কিছু করার প্রত্যয়।

রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান এবং লাহোর এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩৪ ম্যাচের টুর্নামেন্টটি। প্লে-অফের একটি ম্যাচ রাওয়ালপিন্ডি (১৩ মে) এবং বাকি দুটি (১৪ ও ১৬ মে) ও ফাইনাল (১৮ মে) অনুষ্ঠিত হবে লাহোরে।

সবচেয়ে বেশি, ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে ১১টি, করাচি এবং মুলতানে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৬ দলের অংশগ্রহণে এবারই শেষ পিএসএল হবে। পরের বছর থেকে দুটি দল নতুন করে টুর্নামেন্টে যোগ দেবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বিদ্যমান ফ্র্যাঞ্চাইজির মধ্যকার নতুন চুক্তির আওতায় এ সিদ্ধান্ত হয়েছে। যদিও নতুন দুটি দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন