শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩৬, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:০৯, ১১ এপ্রিল ২০২৫
আইন বিশেষজ্ঞ থমাস ক্লে জানান, এমবাপে ইতিমধ্যে পিএসজির ব্যাংক অ্যাকাউন্ট থেকে বকেয়া অর্থ জব্দের প্রাথমিক অনুমোদন পেয়েছেন। গত বৃহস্পতিবার ক্লাবের একাধিক ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এ নিয়ে ২৬ মে আদালতে শুনানি হবে।
ফরাসি তারকা এমবাপ্পের আইনজীবী দেলফিন ভারেহেডেন বলেন, ‘এই ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলেছে। শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করতে আমরা এক বছরের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। কিন্তু এখনো বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করা হয়নি। তাই এবার আমরা আক্রমণাত্মক পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারেহেডেন আরো জানান, ফরাসি ক্রীড়ামন্ত্রীকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ফরাসি ফুটবল ফেডারেশনের আপিল কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে, যেখানে এমবাপের আবেদন খারিজ করা হয়েছিল। এছাড়াও, উয়েফাকেও এই বিষয়টি তদন্তের অনুরোধ করা হবে।
তাদের দাবি, পিএসজি যদি বেতন দিতে ব্যর্থ হয়, তাহলে ক্লাবটির চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের লাইসেন্স বাতিল হতে পারে।