শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৫০, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১৭, ১৩ এপ্রিল ২০২৫
ছয় দলের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ফেভারিট হয়েই নামবেন নিগাররা। দুই দলের শক্তিমত্তা ও পরিসংখ্যানেও এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আইরিশ মেয়েদের বিপক্ষে ফল হওয়া সাতটি ওয়ানডের ছয়টি জিতেছে বাংলাদেশ। একমাত্র হারটি এক যুগের বেশি সময় আগের।
আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে খানিকটা এগিয়ে থাকবে বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জেতায় এখন দ্বিতীয় স্থানে আছেন নিগাররা।