শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩৭, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১৪, ১৫ এপ্রিল ২০২৫
তবে কোচ হিসেবে সোহেল একেবারে অনভিজ্ঞ নন। কদিন আগে বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন।
বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ এপ্রিল। প্রথম ম্যাচ হবে সিলেটে। সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে । দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় আসার কথা জিম্বাবুয়ে দলের। সিরিজ সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশ দলের সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে গেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কদিন আগে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ এই সালাহ উদ্দিন। আর সিমন্সের চুক্তি প্রথমে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকলেও সেটা বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।
মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
ঢাকা এক্সপ্রেস/