শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫:৫৮, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৩৩, ১৫ এপ্রিল ২০২৫
সাদা বলের সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় পা দেয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ এবং ২০ আগস্ট সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে দুই দল। পরে ২৩ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
তিন ওয়ানডে শেষে ২৬ আগস্ট চট্রগ্রামেই শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজ শেষে ১ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে ভারতীয় দল।