শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৬:৫৮, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৪৩, ১৫ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে এখন ১৭ নম্বরে আছেন নিগার। তার ওপরে নেই বাংলাদেশের কোন ব্যাটার। শারমিনের অবস্থান ২৯তম। এই সংস্করণে নিগারের আগের সেরা র্যাঙ্কিং ছিল ৪১তম। আর শারমিনের সেরা অবস্থান ছিল ৩৯ নম্বর।
গত বৃহস্পতিবার বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে হারায় বাংলাদেশ। সেদিন ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের কীর্তিও গড়ে তারা, ২৭১ রানের।
দলের বড় পুঁজি গড়ার পথে বড় অবদান রাখা নিগার করেন ১০১ রান। এই ইনিংসের পথে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। পরে রোববার আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো ম্যাচে ৫১ রান করেন বাংলাদেশর এই অধিনায়ক।
এই পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার। থাইল্যান্ড ম্যাচে অপরাজিত ৯৪ রান করা শারমিন র্যাঙ্কিংয়ে এগিয়েছে ১১ ধাপ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটার।