ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার
Scroll
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না: মার্কিন প্রতি‌নি‌ধিদলকে বাংলাদেশ
Scroll
সংস্কার ও বিচার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির
Scroll
মার্কিন-চীন শুল্কযুদ্ধ: জার্মান কোম্পানিগুলোর নজর বাংলাদেশে
Scroll
ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের ১০ সদস্য নিহত
Scroll
পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত
Scroll
করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান
Scroll
চাপাতি ঠেকিয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, দুজনকে খুঁজছে পুলিশ
Scroll
নেপালে রফতানি হলো ২৭৩ মেট্রিক টন আলু
Scroll
পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
Scroll
সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
Scroll
সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ: নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি
Scroll
সংবাদ সম্মেলনে সেনাসদর: ৫ আগস্টের পর সেনা অভিযানে গ্রেপ্তার ৭৮২২

ফের তিন উইকেট শিকার, পিএসএল রাঙাচ্ছেন রিশাদ 

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:২৭, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০৮, ১৬ এপ্রিল ২০২৫

ফের তিন উইকেট শিকার, পিএসএল রাঙাচ্ছেন রিশাদ 

গত রোববার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। সে ম্যাচে তার দল লাহোর কালান্দার্স জিতেছিল ৭৯ রানে। গতকাল মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে আরও বিধ্বংসী ছিলেন রিশাদ। এবার মাত্র ২৬ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।

রিশাদের এমন আগুনে পারফরম্যান্সের দিনে লাহোর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ফখর জামান (৪৭ বলে ৭৬ রান) ও ড্যারিল মিচেলের ফিফটিতে (৪১ বলে ৭৫) ভর করে ৬ উইকেটে ২০১ রান তোলে লাহোর। রান তাড়ায় নেমে রিশাদ-শাহিন আফ্রিদির বোলিং তোপে ১৩৬ রানে আটকে যায় করাচি।

রিশাদ বোলিংয়ে আসার আগে করাচিকে বড় আঘাত করেন শাহিন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার (০) ও জেমস ভিনসকে (০) ফিরিয়ে করাচিকে বিপাকে ফেলেন পাকিস্তানি পেসার। সপ্তম ওভারে এসে টিম সেইফার্টের উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি।

৭ ওভার শেষে করাচির স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৫ রান। পরের ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। ওভারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে যান বাংলাদেশি স্পিনার। রিশাদের বলে রিভার্স সুইপের চেষ্টা করেছিলেন শান মাসুদ, তবে ঠিকঠাক ব্যাটে-বলে করতে না পারায় উইকেটের পেছনে ক্যাচে পরিণত হন পাকিস্তানি ব্যাটসম্যান (১৮)। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে মাসুদের উইকেটটা পায় লাহোর। 

একই ওভারে রিশাদ আরও একটি উইকেটের দেখা পেয়ে যান। ওভারের পঞ্চম বলে রিশাদের দারুণ এক ডেলিভারিতে লং অনে মিচেলের হাতে ক্যাচ দেন ইরফান খান (৬)। ওভার শেষে রিশাদের নামের পাশে ১ রানে ২ উইকেট।

ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় দফা বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদির উইকেট শিকার করেন রিশাদ। বাংলাদেশি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন আব্বাস (১)। ওই ওভারে রিশাদ দেন ৩ রান। তাতে দুই ওভার শেষে রিশাদের বোলিং ফিগার ২-০-৪-৩!

শেষ দুই ওভার অবশ্য কিছুটা খরুচে ছিলেন রিশাদ। পরের দুই ওভারে ২২ রান দিলেও আর কোনো উইকেট পাননি। তাতে ৪ ওভার শেষে রিশাদের নামের পাশে ২৬ রানে ৩ উইকেট। 

টানা দুই ম্যাচে ৩ উইকেট করে  টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। 


ঢাকা এক্সপ্রেস/ এমএইচ

আরও পড়ুন