ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

আবারও কেঁদে মাঠ ছাড়লেন নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:০১, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৪৭, ১৭ এপ্রিল ২০২৫

আবারও কেঁদে মাঠ ছাড়লেন নেইমার

চোটের সঙ্গে নেইমারের সম্পর্কটা দীর্ঘদিনের। বার বার মাঠে ফিরে আসলেও তাকে ফিরতে হয় ইনজুরি নিয়ে। ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের। 

বুধবার আতলেতিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলার মাত্র ৩০ মিনিটের মাথায় তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, এবার তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। ৩৩ বছর বয়সি নেইমার মাঠছাড়ার সময় বেশ কান্নায় ভেঙে পড়েন। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। তখন সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল। ৩৪ মিনিটে তাকে বদলি করা হয়।

চোট কাটিয়ে আজ একাদশে ফিরলেও ৩০ মিনিটও স্থায়ী হলো না। তার আগেই হ্যামস্ট্রিংয়ের চোট পড়লেন নেইমারের।

২০২৩ সালের অক্টোবরে এসিএল আর মেনিসকাস ছিঁড়ে গিয়েছিল নেইমারের। সে কারণে আল হিলালে যোগ দেওয়ার পর ৭ ম্যাচেই আটকে যায় তার সৌদি-অভিযান। নেইমার চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে যোগ দেন। এখানেও চোট পিছু ছাড়েনি তার। 

গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলের হয়ে খেলতে পারেননি নেইমার। জাতীয় দলে তিনি সর্বশেষ খেলেন ২০২৩ সালের অক্টোবরে।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ

আরও পড়ুন