শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২২, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩১, ১৮ এপ্রিল ২০২৫
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের লড়াইটি শুরু হবে সিলেটে, দ্বিতীয়টি বসবে চট্টগ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি কোনো বেসরকারি টিভি চ্যানেল।
এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবসহ এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করে বিসিবি। কিন্তু ৭ এপ্রিল সাড়া পায়নি। বিসিবি তাই রাষ্ট্রায়ত্ব ব্রডকাস্টারের শরণাপন্ন হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন কাউকে এখনও পায়নি বিসিবি।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ