ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

আইপিএলে ব্যাটের ওজন মাপা হচ্ছে কেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৪:৪৭, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:০০, ১৮ এপ্রিল ২০২৫

আইপিএলে ব্যাটের ওজন মাপা হচ্ছে কেন

বছরজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা ক্রিকেটাররা বেশি প্রস্থের ব্যাট ব্যবহার করেন। কম সময়ের মধ্যে বেশি রান করার জন্যই এ ধরনের ব্যাটের জনপ্রিয়তা বাড়ছে। এছাড়াও ব্যাট প্রস্তুতকারক কোম্পানিগুলো বৈধতার মাপকাঠি ছাড়িয়ে মোটা ব্যাট তৈরি করে। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট মাপা হয় না। সেখানে এ ধরনের ব্যাট দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। আইপিএলে এবার থেকে মাঠের মধ্যেই ব্যাট মেপে দেখা হচ্ছে।

আম্পায়ারের সন্দেহ হলেই কোনো ক্রিকেটারের ব্যাট মাপা হয়। আর এভাবেই সুনীল নারিন, রামনদীপ সিং কিংবা অনরিখ নরকিয়াদের ব্যাট বেশি ওজনের বলে ধরা পড়েছে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচে নারিন যে ব্যাট নিয়ে শুরুতে নেমেছিলেন, তা অবৈধ ছিল। ব্যাটের প্রস্থ চার সেন্টিমিটারের চেয়েও বেশি ছিল। ফলে নারিনকে বাধ্য হয়ে অন্য ব্যাট নিয়ে নামতে হয়।

নিজের বেশ কয়েকটি ব্যাটের প্রস্থ কমাতে কুমার শর্মা নামে এক ব্যাক্তির কাছে নারিন গেছেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। এছাড়াও রামানদীপ সিং, অনরিখ নরকিয়ের ব্যাটও মেরামত করবেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 

আরও পড়ুন