শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪৫, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৩১, ১৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে। তারা ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে, নেট রান রেটটাও বেশ ভালো, +১.০৩৩। তিন আর চারে থাকা আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সুযোগ শেষ। ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের আশা নেই তাদের।
পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের সুযোগ শেষ হয়ে যায়নি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। নেট রান রেটটা অবশ্য বড় বাধা, তাদের নেট রান রেট -০.২৮৩। শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল থাইল্যান্ড, ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে দলটা।
বাংলাদেশ আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে কোনো হিসেবে যেতে হবে না বাংলাদেশকে। সরাসরি চলে যাবে বিশ্বকাপে। ম্যাচটা যদি পরিত্যক্তও হয়, তখনও একই হিসেব।
বাংলাদেশ যদি হেরেও যায়, তাহলেও একটা সুযোগ থেকে যাচ্ছে। তখন ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে তাকাতে হবে দলকে।
আজকে উইন্ডিজ যদি থাইদের হারিয়ে দেয়, অন্যদিকে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশ আর উইন্ডিজের পয়েন্ট সমান থাকবে। তখন হিসেব হবে রান রেটের।
উইন্ডিজ আর বাংলাদেশের ব্যবধান এখন অন্তত ২৫০ রানের। উইন্ডিজ সেটা ঘুচিয়ে ফেললে কপাল পুড়বে বাংলাদেশের। এদিকে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ