শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২০:২৮, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ০১:২৪, ২০ এপ্রিল ২০২৫
পাকিস্তানের কাছে হারের পর জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছিল থাইল্যান্ডের হাতে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় তারা। তাই বিশ্বকাপে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে সেই রান ১০ ওভারের ভেতর পাড়ি দিতে হতো। কিংবা ১১ ওভারে করতে হতো ১৭২ রান। ক্যারিবিয়ান মেয়েরা লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ঝড় তুলেছিল ঠিকই। কিন্তু দিনশেষে ফিরতে হয় হতাশার গ্লানি নিয়ে। ১০ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ম্যাচ জিতেছে তারা। তাই ১৭২ রান করার সুযোগ আর পায়নি।
বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের বুকের ধুকপুকানি অবিশ্বাস্য মাত্রায় বাড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার হেইলি ম্যাথুস। সঙ্গীদের নিয়ে যা শুরু করেছিলেন, আর কয়েকটা বল বেশি টিকলেই ক্যারিবীয় ওপেনার নিশ্চিত বাংলাদেশের স্বপ্ন চুরমার করে দিতেন। ম্যাথুস মেয়েদের ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন কি না এ নিয়ে যখন গবেষণা শুরু হলো, তখনই ছন্দপতন।
২৯ বলে ৭০ রান করে ম্যাথুস যখন ফিরলেন ৩ ওভারে হিসাব মেলাতে ৬২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। এরপর শিনেল হেনরি ১৭ বলে ৫ ছক্কায় ৪৮ রান করলেও হিসাব মেলেনি ক্যারিবীয় মেয়েদের। ১১তম ওভারের পঞ্চম বলে দলটির অধিনায়ক স্টেফানি টেলর যখন ছক্কা মেরে যখন দলকে জেতালেন, নিশ্চিত হয়ে গেছে নেট রান রেটে বাংলাদেশকে টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান রেট নিয়ে।
১০.৫ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে ম্যাচ জিতেও তবু ‘হেরে’ই গেল ওয়েস্ট ইন্ডিজ। আর শেষ দুই ম্যাচ হেরেও জিতে গেল বাংলাদেশ।