ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:৫২, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৩, ২০ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরির শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছে তিন পেসার। রোববার (২০ এপ্রিল) সকাল ১০ টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। 

গেল কয়েকদিন ধরেই সিলেটের আকাশে বৃষ্টির শঙ্কা। তাই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তাতে অবশ্য বিচলিত নন তিনি। প্রথমে ব্যাট করার জন্য উইকেট যথেষ্ট ভালোই মনে করছেন তিনি।
 
অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্য লাকি ভেন্যু। গেল একযুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে তা এই মাঠেই। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে তারাও তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে।
 
 এর আগের টেস্টে দু'দলের ১৮ দেখায় বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।
 
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
 
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রাইয়ান বেন্নেট, নিকোলাস ওয়েখ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, ব্লেজিং মুজারাবানি ও ভিক্টর নিআওচি।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ
 

আরও পড়ুন