ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান নারী দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:২৮, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:০২, ২০ এপ্রিল ২০২৫

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান নারী দল

এই বছরের শেষের দিকে নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তবে বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না পাকিস্তান নারী দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি জানান, বছরের শুরুতে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে। তিনি বলেন, ভারত ও আইসিসি এই নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে তা ঠিক করবে।

চুক্তির কথা মনে করিয়ে দিয়ে নকভি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেমন পাকিস্তানে খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে যেকোনো ভেন্যু ঠিক করা হলে আমরা সেখানে খেলব। চুক্তি থাকলে তা মেনে চলতে হবে।’

গত ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হলেও, রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত সেখানে না গিয়ে দুবাইয়ে তাদের ম্যাচগুলো খেলেছে। পরে একটি চুক্তি হয় আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে। হাইব্রিড মডেলের ওই চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত যদি ভারত বা পাকিস্তান কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করে, তবে উভয় দেশের দল নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে।

ভারতে ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপ হবে। স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী ভারতে খেলতে যাবে না পাকিস্তান নারী দল।

ঢাকা েএক্সপ্রেস/ এমএইচ 
 

আরও পড়ুন