শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৭:১৭, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:২৪, ২০ এপ্রিল ২০২৫
সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই জুটি। শুভমনের ইনস্টাগ্রামে ‘সারা’ লিখে খুঁজলে দেখা যাচ্ছে, শচীন টেন্ডুলকারের মেয়ে সারার নাম আর তার অনুসরণ তালিকায় নেই। একই চিত্র সারার ইনস্টাগ্রামেও।
এতেই জল্পনা শুরু, তবে কি নীরবেই ভেঙে গেল বহুদিনের ‘বিশেষ’ সম্পর্ক? যা শেষ হলো ইনস্টাগ্রামে আনফলো করার মধ্য দিয়ে।
এর আগে শুভমনের দুই বোন- শাহনীল গিল ও সিমরন সিধুকেও ফলো করতেন সারা টেন্ডুলকার। এমনকি গিল যখন মাঠে নামতেন, সারা প্রায়শই উপস্থিত থাকতেন গ্যালারিতে।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ