ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

নাহিদের পর হাসানের আঘাত, স্বস্তির সকাল টাইগারদের

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:১৮, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৩২, ২১ এপ্রিল ২০২৫

নাহিদের পর হাসানের আঘাত, স্বস্তির সকাল টাইগারদের

সিলেট টেস্টের প্রথম দিনটা টাইগারদের কেটেছে হতাশায়। ব্যাটিং ব্যর্থতার পরে বোলিংও হয়েছিল ছন্নছাড়া। তবে প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতে স্বস্তির সকাল এনে দিয়েছেন হাসান মাহমুদ।

দুই ওপেনারকে নাহিদ ফিরিয়েছেন, তিনে নামা নিক উইলসকে ফিরিয়েছেন হাসান। ৮৮ রান তুলতে তাতেই তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা ৮৫ রানে পিছিয়ে। 

গতকাল সফরকারীদের দারুণভাবে টেনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। আজ সোমবার সকালে ৬৭ রান থেকে শুরু করা জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ। ৬৯ রানে ভেঙেছেন জুটি। ১৮ রান করে ফেরেন কারান। অন্যদিকে বেনেট ফেরার আগে করেন ৫৭ রান। এরপর তিনে নামা নিককে (২) বেশিসময় থাকতে দেননি হাসান। 

সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে।

 

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 
 

আরও পড়ুন