ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা
Scroll
সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার চিকিৎসক নিয়োগ, আসছে বিশেষ বিসিএস
Scroll
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’
Scroll
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ
Scroll
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন
Scroll
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় তিন আসামি সাতদিনের রিমান্ডে
Scroll
আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা
Scroll
মডেল মেঘনার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
Scroll
শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত
Scroll
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগকারী রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করল ভারত
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩
Scroll
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব: তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ

দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮:১৫, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪১, ২১ এপ্রিল ২০২৫

দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

সিলেট টেস্টে কাল প্রথম দিনটা যদি হয় জিম্বাবুয়ের, তাহলে আজ দ্বিতীয় দিনটা নিশ্চিতভাবেই বাংলাদেশের। ৯ উইকেট হাতে নিয়ে সফরকারীদের চেয়ে ২৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল স্বাগতিকেরা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানার গতিতে খাবি খেয়েছে জিম্বাবুয়ে। প্রথম সেশনের চার উইকেটের তিনটিই তুলে নিয়েছেন তিনি। লাঞ্চ বিরতির আগে জিম্বাবুয়ে তখনো ৫৮ রানে পিছিয়ে। সেখান থেকে দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের ব্যাটাররা সাবলীল ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিপক্ষে তারা নিয়েছে ৮২ রানের লিড। আর মেহেদী হাসান মিরাজ তাঁর টেস্ট ক্যারিয়ারে ১১ বারের মতো ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।

৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রানে আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতির পর প্রায় ১২ ওভার সফরকারীদের কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ৫০তম ওভারের তৃতীয় বলে ওয়েসলি মাধেভেরেকে বোল্ড করেন সৈয়দ খালেদ আহমেদ। অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মাধেভেরে। ৩৩ বলে ৪ চারে মাধেভেরে করেন ২৪ রান। পঞ্চম উইকেটে শন উইলিয়ামস ও মাধেভেরে ৭৯ বলে ৪৮ রানের জুটি গড়েন।

মাধেভেরে আউট হওয়ার পর তাড়াতাড়ি উইলিয়ামসের উইকেটও তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সেটাপের কাছে ধরা খেয়েছেন। ৫৫তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজকে উইকেট থেকে বেরিয়ে মারতে যান উইলিয়ামস। লং অফে ক্যাচ ধরেন মাহমুদুল হাসান জয়। ১০৮ বলে ৬ চার ও ২ ছক্কায় উইলিয়ামস করেন ৫৯ রান।

মাধেভেরে, উইলিয়ামসকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৫৪.৩ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান। আর মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সফরকারীরা ৮০ রান যোগ করতে হারিয়েছে শেষ চার উইকেট। ৮০.২ ওভারে ২৭৩ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৮১তম ওভারের দ্বিতীয় বলে ভিক্টর নিয়াউচিকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টানেন মিরাজ। উইলিয়ামস, বেনেট—জিম্বাবুয়ের এই দুই ব্যাটার ফিফটি করেছেন।

মিরাজের পর ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং করেছেন নাহিদ রানা। ১৮ ওভারে ৭৪ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। আর সবশেষ মিরাজ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

 

আরও পড়ুন