ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

বড় টার্গেটের আশা মিরাজদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:৫৮, ২২ এপ্রিল ২০২৫

বড় টার্গেটের আশা মিরাজদের

বড় টার্গেটের আশা মিরাজদের

৫২ রান খরচায় ৫ উইকেট। দুর্দান্ত এই বোলিংয়ের পর আম্পায়ারের কাছ থেকে স্মারক হিসেবে বলটি তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। পাশে তখন অভিবাদন জানাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন এমন দৃশ্যেই দিন শেষ করল বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে মিরাজ সবাইকে মনে করিয়ে দিলেন সেই স্মরণীয় টেস্টের কথা— “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই টেস্টটা আমরা জিতেছিলাম, প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম। সেই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। এবারও তা-ই সম্ভব।”

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ খানিকটা ব্যাকফুটে থাকলেও মিরাজদের আত্মবিশ্বাস একটুও কমেনি। তারা লক্ষ্য রাখছে দ্বিতীয় ইনিংসে ৪০০ কিংবা ৪৫০ রানের বড় লিড নেওয়ার। স্পোর্টিং উইকেটে সে লক্ষ্য অতিক্রম করা সহজ হবে না জিম্বাবুয়ের জন্য।

প্রথম দুই দিনে ছয় সেশন ধরে ম্যাচে উঠান-নামা। প্রথম দিনে ১৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের বিপক্ষে ৬৭ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে। সেদিন সুবিধাজনক অবস্থানে ছিল সফরকারীরা। তবে দ্বিতীয় দিনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

বিশেষ করে টাইগার পেসার নাহিদ রানা প্রথম ঘণ্টাতেই জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান ব্যানেটকে ফিরিয়ে দেন। সঙ্গী হন হাসান মাহমুদ। এক ঘণ্টার মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার বার্তা দেন তারা। প্রথম সেশন শেষে জিম্বাবুয়ে ছিল ৪ উইকেটে ৬৬।

মেঘ কেটে রোদ উঠলে দ্বিতীয় সেশনে একটু প্রাণ ফিরে পায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন-শন উইলিয়ামস আর পরে ওয়েসলি মাধেভেরির দুটি ছোট জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা। তবু শেষ রক্ষা হয়নি। ২৭৩ রানে অলআউট হয় তারা। মিরাজ নেন ৫ উইকেট, নাহিদের শিকার ৩টি।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করতে পারেনি। মাত্র ৪ রানে বিদায় নেন সাদমান ইসলাম অনিক। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক ৪৪ রানের জুটি গড়ে দিন শেষ করেন ১ উইকেটে ৫৭ রান নিয়ে।

৮২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ এখন ২৫ রানে পিছিয়ে। আজ তৃতীয় দিনে প্রথম ঘণ্টাটা সামলে দিতে পারলে জয়-মুমিনুলের জুটিই পারে দিনটাকে বাংলাদেশের করে নিতে। মিরাজেরও দৃঢ় বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ে ম্যাচ নিজেদের করে নিতে পারবে টাইগাররা।

আরও পড়ুন