শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৩৫, ২২ এপ্রিল ২০২৫
শুরু হয়নি বাংলাদেশ-জিম্বাবুয়ে তৃতীয় দিনের খেলা
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২৭৩ রান। ফলে ৮২ রানের লিড নিয়ে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ৫৭ রান নিয়ে, ১ উইকেট হারিয়ে। ওপেনার সাদমান ইসলাম ৪ রান করে ফিরলেও, অপরপ্রান্তে মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল হক ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
দিন শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ স্মরণ করিয়ে দেন অতীতের ফিরে আসার গল্প। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের কথা মনে আছে? প্রথম ইনিংসে ১৬৪ তে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ফিরে এসেছিলাম। এখানেও তেমন কিছু করা সম্ভব।’
যদিও প্রথম ইনিংসে পিছিয়ে পড়ায় বাংলাদেশ চাপের মুখে পড়েছে, তবে মিরাজের বিশ্বাস — দ্বিতীয় ইনিংসে বড় রান তুলে ম্যাচে ফেরার সুযোগ এখনো আছে। তার মতে, এই স্পোর্টিং উইকেটে ৪০০ বা তার বেশি রান করে জিম্বাবুয়ের সামনে কঠিন লক্ষ্য দাঁড় করানো সম্ভব।
টেস্টের প্রথম দুই দিনে খেলা হয়েছে ছয়টি সেশন। এবং প্রতি সেশনেই বদলে গেছে ম্যাচের চিত্র। প্রথম দিনে বাংলাদেশ ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে দিন শেষ করে ৬৭/০ তে। তখন এগিয়ে ছিল সফরকারীরা। তবে দ্বিতীয় দিন সকালে বল হাতে দারুণভাবে ম্যাচে ফেরে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করেন, আর তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদও ছিলেন কার্যকর।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরু করে ৮২ রানে পিছিয়ে থেকে। তবে প্রথম ধাক্কা আসে সাদমানের বিদায়ে। এরপর জয় ও মুমিনুল হকের অবিচ্ছিন্ন জুটি দলকে দিনশেষে ৫৭/১ স্কোরে পৌঁছে দেয়। এখনও ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
মিরাজ মনে করেন, তৃতীয় দিনের শুরুটা হবে টেস্টের টার্নিং পয়েন্ট। জয় ও মুমিনুল যদি প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারেন, তবে দিনটি বাংলাদেশের জন্য হতে পারে এক ‘সোনালি সকাল’।
ঢাকা এক্সপ্রেস/ বিডি