ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ দেখছে জিম্বাবুয়ে 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:২৩, ২২ এপ্রিল ২০২৫

সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ দেখছে জিম্বাবুয়ে 

সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ দেখছে জিম্বাবুয়ে

সাত বছর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক টেস্টেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। আবার সেই একই মাঠে ফিরেছে দুই দল। আর ফিরেই সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে সফরকারীরা। 

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করার পর জিম্বাবুয়ে নিজেদের ইনিংসে এগিয়ে যায় ৮২ রানে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। লিড এখন ২৫ রান। এই অবস্থায় জয় দেখছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে আসা বেনেট জানান, বিশেষ করে দিন শেষে সাদমান ইসলামের উইকেট তুলে নেওয়াটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তার কথায়,‘গতকাল আমরা বাংলাদেশকে অল্প রানে আটকে দেওয়ার পর শেষ বিকেলের পারফরম্যান্সে ম্যাচটি ভারসাম্যের দিকে যাচ্ছিল। তবে শেষ সেশনে উইকেট তুলে নেওয়ায় আমরা কিছুটা এগিয়ে গেছি। আগামীকাল সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচটা আমাদের দিকেই থাকবে।’

এখানেই থেমে থাকেননি ২১ বছর বয়সী ওপেনার। তিনি মনে করছেন, কেবল এগিয়ে নেই, বরং ম্যাচটা জয়ের সামনে দাঁড়িয়ে তারা।‘আমার মনে হচ্ছে, এটাই আমাদের জন্য দারুণ সুযোগ। এখনও ২০-৩০ (আসলে ২৫) রানে এগিয়ে আছি। আমাদের বোলাররা বিশ্রাম নেবে, আগামীকাল নতুন উদ্যমে মাঠে নামবে। টেস্টের এখনও অনেক সময় বাকি। আমরা পরিকল্পনা মতো খেলতে পারলে ম্যাচটা জিততে পারব।’

তবে দ্বিতীয় ইনিংসে আরও কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপও আছে বেনেটের। বিকেলে দুটি সহজ ক্যাচ পড়েছে, যা কাজে লাগাতে পারলে বাংলাদেশের আরও উইকেট তুলে নেওয়া যেত।‘ক্যাচ কেউ ইচ্ছে করে ফেলতে চায় না। হয়ে যায়। তবে এর জন্য একে অপরকে দোষারোপ করলে চলবে না। সবাইকে একসঙ্গে থাকতে হবে।’

নিজের ব্যাটিং নিয়েও খোলামেলা কথা বলেন বেনেট। ৬৪ বলে ৫৭ রান করার পথে নাহিদ রানার লাফিয়ে ওঠা বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। বাংলাদেশি পেসারকে প্রশংসাও করলেন,‘ওর বলে ভালো পেস আছে। আমার অবশ্য দ্রুত বল খেলতে সমস্যা হয় না। দ্রুত এলে বরং মারতে সুবিধা হয়। তবে আজ ওই শটটা খেলা উচিত হয়নি। ওটাই আমার ভুল।’

সব মিলিয়ে সিলেট টেস্ট জমে উঠেছে। আগামীকাল সকালেই বোঝা যাবে কোন দিকে মোড় নেয় ম্যাচ। তবে জিম্বাবুয়ে শিবিরে এখন জয়ের আশাবাদই বেশি।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন