ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

শান্তর আগ্রাসী ব্যাটিং, বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:০২, ২২ এপ্রিল ২০২৫

শান্তর আগ্রাসী ব্যাটিং, বাংলাদেশের লিড

শান্তর আগ্রাসী ব্যাটিং, বাংলাদেশের লিড

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শুরুতে মাঠে নামার পর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। উইকেটে এসেই চওড়া মেজাজে খেলতে শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিচার্ড এনগারাভার করা ২৩তম ওভারে টানা চারটি চার মারেন তিনি। শান্তর এই আগ্রাসী ব্যাটিংয়েই বাংলাদেশের লিডের দেখা মেলে সেই ওভারেই।

২৪তম ওভারের শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০০ রান। দুজন ব্যাটারই তখন ২২ রানে অপরাজিত। তবে শান্ত তার এই ২২ রান তুলেছেন মাত্র ১৭ বলে, যেখানে মুমিনুল হক খেলেছেন ৫২ বল। 

এর আগে বেশ কিছুক্ষণ ধরে শর্ট বলে অস্বস্তিতে ভুগছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শেষ পর্যন্ত মুজারাবানির একটি শর্ট বল খেলতে গিয়ে গ্লাভসে লেগে বল তুলে দেন প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে। ৬৫ বল খেলে ৩৩ রান করে বিদায় নেন জয়। তখন বাংলাদেশের রান ২৩ ওভারে ২ উইকেটে ৯৪, লিড ১২ রানের।

এদিনের খেলা শুরু হওয়াটাই ছিল চ্যালেঞ্জ। দিনের প্রথম সেশন পুরোটা চলে যায় বৃষ্টির কবলে। আকাশ ছিল মেঘলা, মাঠ ছিল কাভারে ঢাকা। তবে শেষ পর্যন্ত সিলেটের আকাশে দেখা মেলে রোদের। লাঞ্চ বিরতির সময় বিসিবি জানায়, স্থানীয় সময় দুপুর ১টায় তৃতীয় দিনের খেলা শুরু হয়। বিকেল ৩টা ২০ মিনিটে হবে চা বিরতি, আর শেষ সেশন চলবে বিকেল ৩টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শুধু আজ নয়, এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে। প্রথম দিন লাঞ্চ বিরতির সময় হালকা বৃষ্টি হলেও তখন খুব বেশি সমস্যা হয়নি। প্রথম দুই দিন নির্বিঘ্নেই শেষ হলেও, তৃতীয় দিনের শুরুটা বৃষ্টির কারণে ভেস্তে যায়।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায়। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে। মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিং করে নেন ৫টি উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে উইকেটে নেমেই ম্যাচের রং পাল্টে দেন অধিনায়ক শান্ত।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন