ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট, তৃতীয় দিন

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, স্বস্তিতে নেই বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৭:০৬, ২২ এপ্রিল ২০২৫

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, স্বস্তিতে নেই বাংলাদেশ

সিলেটে আলোক স্বল্পতার কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। বাংলাদেশের লিড ১১২ রান। ৫৭ ওভারের পর আলোক স্বল্পতায় বন্ধ রয়েছে খেলা। তার আগে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। ৩৯ রানে অবিচ্ছিন্ন আছেন তারা। একবার ২৬ রানে জীবন পাওয়া শান্ত ৬০ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন জাকের ২১। এক প্রান্ত আগলে রেখে ৮৪ বলে পঞ্চাশ ছুঁয়েছেন শান্ত, ওয়েলিংটন মাসাকাদজাকে চার মেরে।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯৪। ৮৮ বলে ৫৩ রানে খেলছেন শান্ত। ১৫ বলে জাকের আলির রান ১৬।

চা-বিরতির আগে শেষ ওভারে ফিরে গিয়েছেন বাংলাদেশ সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসেও তার ব‍্যর্থতায় চাপে পড়ে যায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বসেন মুশফিক। প্রথম স্লিপে সহজ ক‍্যাচ নেন ক্রেইগ আরভাইন। ২০ বলে ৪ রান করে ফেরেন মুশফিক। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৫ রান।

এর আগে মাহমুদুল হাসান জয় ফেরার পর প্রান্ত আগলে খেলছিলেন মুমিনুল। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন প্রতিরোধ। সম্ভাবনাময় ব্যাটিংয়ে হাফসেঞ্চুরির কাছেই ছিলেন তিনি। দুর্ভাগ্য ৪৭ রানে ব্যাট করতে থাকার সময় নিয়াউচির ব্যাক অব লেংথ ডেলিভারিতে বল তার ব্যাট স্পর্শ করে চলে যায় জিম্বাবুয়ে উইকেটরক্ষক মায়াভোর গ্লাভসে। তাতে ভেঙেছে ৬৫ রানের জুটি।    

সাদমান ১৩ রানে আউটের পর ভালো প্রতিরোধ গড়েছিলেন জয়-মুমিনুল। দ্বিতীয় উইকেটে ৬০ রান যোগ করেন তারা। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন অবশ্য বেশিক্ষণ টেকেনি তাদের প্রতিরোধ। সেই জুটি ভেঙেছেন ব্লেসিং মুজারাবানি। 

গতকাল জীবন পাওয়া মাহমুদুল হাসান জয় ইনিংস বেশি লম্বা করতে পারেননি। তাকে শর্ট বলের ফাঁদে ফেলে প্রথম স্লিপে ক্যাচ বানিয়েছেন মুজারাবানি। জয় আউট হয়েছেন ৩৩ রানে। তার আউটের পর দ্রুত গতিতে রান তুলে লিড নিতে ভূমিকা রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

আজ বিরতির পর খেলা শুরু হয় দুপুর ১টায়। চায়ের বিরতি নেওয়া হবে বিকাল ৩টা ২০ মিনিটে। তৃতীয় সেশন বিকাল ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিলেট টেস্টে এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে আছে। তবে চতুর্থ দিন যে দল রাজত্ব করবে, এই টেস্ট তারই হবে- এটি নিশ্চিত করেই বলা যায়। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানান তাদের লক্ষ্যের কথা, ‘দ্বিতীয় ইনিংসে আপাতত আমাদের লক্ষ্য লিড নেওয়ার পর ৩৫০-৪০০ রানের সংগ্রহ দাঁড় করানো।’  

আরও পড়ুন