ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

পাকিস্তানে বাংলাদেশি রিশাদের আধিপত্য

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০:০০, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:২২, ২৪ এপ্রিল ২০২৫

পাকিস্তানে বাংলাদেশি রিশাদের আধিপত্য

পিএসএল’র ১০ম আসর শুরু হয়েছে ১১ এপ্রিল। এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার  লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস, আর রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। টুর্নামেন্ট খেলতে শুরুতেই রিশাদ হোসেন ও লিটন দাস গেলেও জিম্বাবুয়ের সিরিজ থাকার কারণে যেতে পারেননি নাহিদ রানা। সিরিজ শেষে করে তিনিও যোগ দিবেন দলে। 

এদিকে লিটন দাস তার দল করাচি কিংসে যোগ দিয়েই পড়েছে ইনজুরিতে। পিএসএল’র এই মৌসুমে লিটন খেলতে পারেননি এক ম্যাচও। ফলে লিটনকে ইনজুরি নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশে। 

বর্তমানে বাংলাদেশি হিসেবে পিএসএল’এ একক প্রতিনিধিত্ব করছে রিশাদ হোসেন। দলের হয়ে তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮টি । তার সমান উইকেট নিয়ে সাদাব খান রয়েছে ৩-এ । 

পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে তিনি এখন যৌথভাবে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে—সবার উইকেট সংখ্যা ৮। তবে পার্থক্য হলো, রিশাদ এই কীর্তি গড়েছেন মাত্র ৩ ম্যাচে, যেখানে বাকিদের লেগেছে অন্তত দুটি আসর।

এছাড়াও এক আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটিও এখন রিশাদের। মাহমুদউল্লাহ ২০১৬-১৭ মৌসুমে কোয়েটার হয়ে নিয়েছিলেন ৭ উইকেট, আর রিশাদ এবার ইতিমধ্যে নিয়েছেন ৮ উইকেট । 

এদিকে পিএসএল’এ হাসছে না রিশাদ হোসেনের ব্যাট। তিন ম্যাচে মাত্র ৫ রান করেছে এই অলরাউন্ডার। যদিও লোয়ার অর্ডারে ব্যাট করায় বড় রান করা সুযোগ মিলেছে না এই অলরাউন্ডারের। 
 
ঢাকা এক্সপ্রেস / এমএইচ

আরও পড়ুন