শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৩৯, ২৪ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সম্প্রতি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চারসের (টিএনএস) সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, যার আওতায় ২০২৭ মৌসুমে একটি নতুন মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি গঠিত হবে।
এনজেডসি জানায়, এটি একটি পূর্ণ আইসিসি সদস্য দেশের সঙ্গে একটি পেশাদার ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজির প্রথম ধরনের চুক্তি। সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির ঘাঁটি হিসেবে টরন্টো ও আটলান্টাসহ কয়েকটি শহর বিবেচনায় রয়েছে। এনজেডসি এই লিগে কোচিং, ব্যবস্থাপনা এবং সাপোর্ট স্টাফসহ উচ্চমানের পারফরম্যান্স সহায়তা দেবে।
এনজেডসি প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেন, ‘বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারের প্রেক্ষাপটে আমাদের এমন সুযোগ কাজে লাগাতে হবে, যা আমাদের ক্রিকেট কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করে। এই উদ্যোগ রাজস্ব উৎসে বৈচিত্র্য আনার পাশাপাশি আমাদের ব্র্যান্ড ও গ্লোবাল ফ্যানবেস গড়তেও সহায়তা করবে।’
বর্তমানে মেজক লীগ ক্রিকেটে (এমএলসি) ছয়টি দল রয়েছে—লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটল, টেক্সাস ও ওয়াশিংটন ডিসি। ২০২৭ সালের মধ্যে দল সংখ্যা বাড়িয়ে আটে এবং ২০৩১ সালের মধ্যে দশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, এনজেডসি জানিয়েছে, তারা এমএলসির সহ-প্রতিষ্ঠাতা সামীর মেহতা ও বিজয় শ্রীনিবাসনের সঙ্গে একটি দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনায় রয়েছে, যা ২০৩১ সালে কার্যক্রম শুরু করতে পারে।
ঢাকা এক্সপ্রেস/এসএআর