শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:০৭, ২৪ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে গম্ভীরকে দুবার হত্যার হুমকি দেওয়া হয়। প্রথম ইমেইলটি আসে বুধবার দুপুরে, দ্বিতীয়টি বিকেলে। দুটি মেইলেই সংক্ষিপ্ত বার্তা ছিল ‘আই কিল ইউ’—অর্থাৎ ‘আমি তোমাকে হত্যা করব’।
হুমকি পাওয়ার পর গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে তিনি বিষয়টি দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিসিপিকেও অবহিত করেন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান তিনি।
গম্ভীরের অভিযোগের পর দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। ইমেইল দুটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি গম্ভীর ও তার পরিবারের নিরাপত্তা জোরদার করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
কেবল ভারতীয় দলের হেড কোচ হিসেবেই নয়, বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমান সদস্য হিসেবে গম্ভীর একটি রাজনৈতিক পরিচয়ও বহন করেন। ফলে তাকে লক্ষ্য করাটা অসম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার পেহেলগামে হামলার ঘটনায় গম্ভীর এক টুইটবার্তায় বলেন, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। যারা এই ঘটনার পেছনে রয়েছে, তাদের শাস্তি পেতেই হবে। ভারত পাল্টা জবাব দেবেই।’
ঢাকা এক্সপ্রেস/এসএআর