শিরোনাম
বিচিত্র ডেক্স
প্রকাশ: ১৫:২৪, ৯ নভেম্বর ২০২৪
অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণে নিজ দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আভিবাসীরা। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, বিশ্বের প্রায় প্রতিটি দেশে বসতি স্থাপন করলেও এখনও একটি দেশ আভিবাসীদের বসবাসের সুযোগ দেয় না।
দেশটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি অন্য কোনো দেশের নাগরিকদের সেখানে থাকার আনুমতি দেয় না। অর্থাৎ অন্য কোনো দেশের মানুষকে নাগরিকত্ব দেয়ার ক্ষেত্রে দেশটির আইন অনুযায়ী সুযোগ নেই।
অন্য দেশের পর্যটকেরা এখানে বেড়াতে আসতে পারে, তবে নাগরিকত্ব গ্রহণ করা এবং এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করা এখানকার নাগরিকত্ব নিয়মের পরিপন্থী।
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ভ্যাটিকান সিটিতে থাকেন। তাই এই দেশকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এখানে যারা বসবাস করেন তারা বেশিরভাগই যাজক, কর্মকর্তা বা গির্জার কর্মচারী।
ভ্যাটিকান সিটিতেও ড্রেস কোড প্রযোজ্য। বিশেষ করে এখানকার সবচেয়ে পবিত্র স্থান সেন্ট পিটারস ব্যাসিলিকা। শর্টস, শর্ট স্কার্ট এবং নন-স্ট্রেচ শার্ট পরার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
সুইস গার্ড ভ্যাটিকানের সরকারি সামরিক বাহিনী। তারা শুধুমাত্র যুক্তরাজ্যের ক্যাথলিক নাগরিকদের থেকে নির্বাচিত হয়। পোপ এবং ভ্যাটিকানের সুরক্ষার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।
এখানে সর্বোচ্চ নিয়ম হল ক্যাথলিক চার্চের নীতি অনুসরণ করা। এদেশে ধূমপানও নিষিদ্ধ। এছাড়াও, এখানে ফটোগ্রাফি করা যায় না। তবে পোপের অনুমতি সাপেক্ষে এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানের শুটিং হয়।