শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৪, ২০ নভেম্বর ২০২৪
একটি পুলিশ স্টেশনে হামলা করে প্রায় ২০০ বানরের একটি দল। শুধু হামলা করে তারা ক্ষান্ত থাকেনি তারা, বেশ কয়েক ঘন্টা পুলিশদের আটকে রাখে। গত শনিবার ঘটনাটি ঘটে থাইল্যান্ডে মধ্যাঞ্চলের রাজধানী লপবুরি প্রদেশে। স্থানীয়রা জানান, উচ্ছৃঙ্খল বানরের আক্রমণের সংখ্যা দ্রুত বাড়ছে।
নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীও নির্মাণ করলেও খাবারের খোঁজে বানরের দল লোকালয়ে ঢুকে পড়ে। পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিদি গতকাল সোমবার এএফপিকে জানায়, ‘খাবারের খোঁজে সেগুলো (বানরের দল) থানার ভেতর ঢোকার চেষ্টা করছিল। তাদের আটকাতে আমরা ভবনের সব দরজা-জানালা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ এই পুলিশ কর্মকর্তার ভয় ছিল, বানরের দল ভবনের ভেতর ঢুকে তাণ্ডব চালাতে পারে। তছনছ করতে পারে নথিপত্রসহ পুলিশ স্টেশনে থাকা জিনিসপত্র।
সোমচাই সিদি বলেন, ‘শনি ও রোববার পুলিশ সদস্যদের অনেকটা বাধ্য হয়ে থানার ভেতর দরজা-জানালা বন্ধ করে থাকতে হয়।’ রোববার এক ফেসবুক পোস্টে পুলিশই এ কথা জানিয়েছে।
আবাসিক এলাকায় বানরের আক্রমণ ঠেকাতে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ রাস্তায় নেমে সেগুলোকে ধরার চেষ্টা করছে। তিনি জানান, পরে বানর তাড়াতে অন্যান্য বাহিনীর সদস্যদের থানায় ডেকে আনতে হয়। তারা এসে দখলদার হামলাকারীদের তাড়িয়ে লপবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন।