শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০:০০, ২৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২০:২৫, ২৩ ডিসেম্বর ২০২৪
বলিউডের অন্যতম তারকা সানি লিওনি
ভারত সরকারের পক্ষ থেকে দেশটির অর্থনৈতিকভাবে অসচ্ছল জনগণের জন্য বিভিন্ন ভাতা চালু রয়েছে। সেই সুবাদে অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্যও ভাতা দেওয়ার ব্য়বস্থা চলমান রয়েছে। হঠাৎ সেই সরকারি ভাতা গ্রহীতার তালিকায় পাওয়া গেল বলিউডের অন্যতম তারকা সানি লিওনের নাম।
সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের এক বাসিন্দার সুবাদে এই অবিশ্বাস্য তথ্যটি সবার নজরে আসে। অভিযুক্ত বীরেন্দ্র যোশী ছত্তিশগড়ের ‘তালুর’গ্রামের বাসিন্দা। যিনি সরকারি এই ভাতা পাওয়ার জন্য নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন। ব্যাংক অ্যাকাউন্টে তার স্বামীর নাম দেওয়া হয়েছে জনি সিন্স। কর্তৃপক্ষ এই আবেদন গ্রহণ করে প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে দিচ্ছিল। প্রতিমাসে ১ হাজার করে সেই অ্যাকাউন্টে জমা পড়েছে ১০ হাজার রুপি। এরইমধ্যে অ্যাকাউন্ট থেকে সেই অর্থ তুলেও নেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, বিজেপি ক্ষমতায় আসার পর ছত্তিসগড়ে মহতারি বন্দন যোজনা প্রকল্প চালু হয়। এর আওতায় প্রতিমাসে রাজ্যের ৭০ হাজার বিবাহিত নারীর অ্যাকাউন্টে প্রতিমাসে ১০০০ রুপি করে দেওয়া হয়।
এনডিটিভি ঘটনাটি প্রচার করলে রাজ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক কংগ্রেস নেতা এই অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। এরইমধ্যে উল্লেখিত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে এবং অ্যাকাউন্টটি আপাতত জব্দ করা হয়েছে। বীরেন্দ্র যোশীর বিরুদ্ধে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তকে এখনও আটক করা হয়নি।
ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ্য এই ঘটনায় বিজেপিকে বেশ তুলোধোনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ‘মাহতারি বন্দনা যোজনা’র আওতায় থাকা ৫০ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া।’
ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও পাল্টা জবাবে বলেন,‘ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস মহিলাদের এভাবে সাহায্য করতে পারেনি, বিজেপি মহিলাদের সাহায্য করছে দেখে তাদের সহ্য হচ্ছে না।’
তবে যাকে নিয়ে এতো তুলকালাম, এ বিষয়ে এখন পর্যন্ত সেই সানি লিওনির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।