এআই-এর বাজার ধরতে এবার প্রতিযোগীতায় নামছে মেটা। ফেসবুকের মালিকানা সংস্থা ঘোষণা করেছে, তারা একটি নতুন এআই মডেল তৈরি করছে, যার নাম মুভি জেন। এর মাধ্যমে আধুনিক, প্রায় বাস্তবোচিত ভিডিও ও অডিও ক্লিপ তৈরি করা যাবে। যেমন নির্দেশ দেওয়া হবে তার ভিত্তিতেই ভিডিও ও অডিও ক্লিপ তৈরি করবে ওই এআই মডেল। মেটার তরফে দাবি করা হয়েছে এই মডেল টেক্কা দেবে ওপেনএআই, ইলেভেনল্যাবস-কেও।