শিরোনাম
তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৮:৫২, ২২ নভেম্বর ২০২৪
নিজের স্মার্টফোনটির সুরক্ষায় আমরা প্রটেকটর (সুরক্ষা পর্দা) ব্যবহার করি। তবে সাম্প্রতিক সময়ে বাঁকানো পর্দার স্মার্টফোনে লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটরের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রটেকটর ফোনের পর্দার ক্ষতি করতে পারে। কারণ, লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটরে একধরনের আঠালো উপাদান রয়েছে, যা পর্দার সঙ্গে প্রটেকটরকে আটকে রাখতে সহায়তা করে। এই আঠালো উপাদানই ক্ষতি করতে পারে ফোনের। ইউভি-কিউরড টেম্পারড গ্লাস প্রটেকটর ব্যবহারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি এবং মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত না করলে স্মার্টফোনের কার্যকারিতা কমে যেতে পারে বলে সতর্ক করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
ভিভোর দাবি, যারা ইউভি গ্লুযুক্ত স্ক্রিন প্রটেকটর ব্যবহার করতে আগ্রহী, তাদের প্রটেকটর যুক্তের সময় রিসিভার, স্পিকার, বাটন, সিম ট্রে ও মাইক্রোফোনের মতো সংবেদনশীল অংশগুলো সিলিং ফিল্ম দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাঁকানো পর্দার স্মার্টফোনে ইউভি গ্লু দিয়ে প্রটেকটর যুক্তের ক্ষেত্রে পাঁচটি সমস্যা হতে পারে। সেগুলো সম্পর্কে নিচে আলোকপাত করা হলো।
(১) লিকুইড ইউভি অ্যাডহেসিভ প্রটেকটরে থাকা আঠালো উপাদান স্পিকারের ফুটো ও ব্যাটারিতে ছড়িয়ে পড়তে পারে। ফলে সাউন্ড আউটপুট কমে যেতে পারে বা শব্দের বিকৃতি ঘটতে পারে।
(২) গ্লু ছড়ালে ফো নের বিভিন্ন অপশন ঠিকমতো কাজ না করে বাটন অকেজো হয়ে যেতে পারে।
(৩) ইনস্টলেশনের সময় বাতাস চলাচলের ফাঁক তৈরি হলে গ্লু রিসিভার বা বাটনের অংশে প্রবেশ করতে পারে।
(৪) গ্লু সিম ট্রেতে লিক হলে সিম ট্রে আটকে যেতে পারে এবং সিলিং রিং ক্ষতিগ্রস্ত হয়ে ডিভাইসের পানি প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে।
(৫) ফোনের চার্জিং পোর্ট ছাড়াও ক্যামেরা ফ্রেমের ক্ষতি হতে পারে। এতে ফোলাভাব, খোসা ওঠা বা রং উঠে যাওয়ার মত বিষয় ঘটতে পারে।