শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৯, ২৯ নভেম্বর ২০২৪
বিশ্বের সমুদ্রপথের জলরাশির সবচেয়ে বড় ব্যবহার হয় বাণিজ্যিকভাবে। বড় বড় পণ্যবাহী জাহাজ নিয়মিত চলাচল করে থাকে পণ্য আনার নেওয়ার জন্য। কিন্তু তাদের অসর্তকতার কারণে বর্তমানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী, বিশেষ করে তিমির প্রজাতি হুমকির মুখে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার (ইউসিএসবি) গবেষকেরা বাণিজ্যিক জাহাজের আঘাতে তিমির মৃত্যুর ঘটনা জানতে একটি সমীক্ষা করেছেন। গবেষণায় উল্ল্যেখ করা হয়, নীল তিমি, ফিন, হাম্পব্যাক ও স্পার্ম তিমির ৯২ শতাংশ আবাসস্থলের ওপর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। এর ফলে বাণিজ্যিক জাহাজের আঘাতে বড় প্রজাতির তিমিগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে।
বিজ্ঞানীদের মতে, তিমি বাঁচাতে বৈশ্বিক পর্যায়ে প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ। সমুদ্রপথে জাহাজ চলাচলের নিয়ম-কানুন কঠোরভাবে পালন না করা হলে তিমি বিলুপ্তির পথে চলে যাবে।
এ বিষয়ে বিজ্ঞানী ব্রায়ানা আব্রাহামস জানিয়েছেন, প্রতিবছর তিমির আবাসের মধ্যে হাজার হাজার জাহাজ চলাচল করছে। আগামী দশকে বিশ্ববাণিজ্য আরও বাড়ছে, তিমির সঙ্গে সংঘর্ষ আরও বাড়বে।
বিজ্ঞানী রাচেল রোডস বলেন, ‘আমরা বিশ্বব্যাপী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছি। এই সামুদ্রিক প্রাণীগুলোর মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ।’
তিমি বাঁচাতে ও সচেতনতা তৈরি করতে গ্রহণ করা হচ্ছে স্থানীয়ভাবে বিভিন্ন প্রকল্প। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিমির উপস্থিতি শনাক্ত করে বিভিন্ন জাহাজকে চলাচলের সময় সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিপন্ন প্রজাতির তিমি রক্ষায় বাণিজ্যিক জাহাজকে মে থেকে ডিসেম্বর পর্যন্ত গতি কমাতে বলা হয়েছে।