ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

২২ মাঘ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

শিরোনাম

Scroll
শুল্ক বাড়ানোর প্রতিবাদে সমুদ্র ও স্থলবন্দরে ফল খালাস বন্ধ
Scroll
জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ; রোড সেফটির প্রতিবেদন
Scroll
পুরোপুরি কার্যকর ১২ ব্যাংক, বাকিগুলো খুঁড়িয়ে চলছে: অর্থ উপদেষ্টা
Scroll
রাজনৈতিক দলগুলো সাফল্য চাইলেও সরকার সফল হতে পারছে না: মান্না
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
Scroll
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার
Scroll
দেনা আদায়ে সরকারকে চাপ বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের, লোডশেডিংয়ের শঙ্কা
Scroll
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
Scroll
ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: খন্দকার মোশাররফ
Scroll
আগামীতে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবছর অনুমতি পেলেন সাদপন্থীরা; মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
Scroll
ইউএসএআইডির প্রশাসক নিযুক্ত হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
Scroll
মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, তবে চীনের ওপর নয়
Scroll
ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ
Scroll
সুদানে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৬৫
Scroll
২০৫ ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা
Scroll
বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি

স্বত্ত্ব বিক্রির নির্দেশ,নতুবা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২০:৫০, ৭ ডিসেম্বর ২০২৪

স্বত্ত্ব বিক্রির নির্দেশ,নতুবা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ টিকটক

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের নিষিদ্ধ হওয়ার পথে। আগামী ১৯ জানুয়ারির মধ্যে এর স্বত্ব বিক্রি করতে না পারলে দেশটির নিষেধাজ্ঞা আইনের আওতায় পড়ে এটি বন্ধ হতে পারে।   সাম্প্রতিক সময়ে দেশটির ফেডারেল আপিল আদালত টিকটক কোম্পানিটির আপিল খারিজ করেছে । ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করার সাত মাস পরে এই সিদ্ধান্ত আসে। আইন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারির মধ্যে সামাজিক নেটওয়ার্কটি চীনা মালিকানা বাইটড্যান্স থেকে নিজেকে সরিয়ে না দিলে টিকটিককে নিষিদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের দাবী, মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম কিংবা অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউবের মতো প্লাটফর্মে তাদের চ্যানেলের গ্রাহক হতে টিকটকের মার্কিন কনটেন্ট তৈরিকারকেরা অনুসারীদের অনুরোধ করছেন। বর্তমানে, এই অ্যাপটি ব্যবহার করে ১৭০ মিলিয়ন মার্কিন নাগরিক।  

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দাবি করেছে, অ্যাপটির মালিকানা চীনের হওয়ায়  ব্যবহার কারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড রায়টিকে ‘টিকটককে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার চীনা সরকারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’বলে উল্লেখ করেছেন।

তবে চীনের ওয়াশিংটন দূতাবাস এই আইনকে বলেছেন এটি ‘স্পষ্টভাবে বাণিজ্যিক লুণ্ঠন’।  যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘এই মামলাটি সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত যাতে দুই দেশের পারস্পরিক আস্থা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।’

স্বাধীনতা-পন্থী সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এই রায়ের বিরোধিতা করেছেন। তাদের ভাষ্য, এটি ‘মিলিয়ন মিলিয়ন যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথম সংশোধনী অধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করে, যারা নিজেদের মতামত প্রকাশ করতে এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে এই অ্যাপটি ব্যবহার করে।
এই রায়টি যদি সুপ্রিম কোর্টে অপরিবর্তিত থাকে, তবে এটি টিকটকের ভবিষ্যৎকে প্রেসিডেন্ট বাইডেনের হাতে তুলে দেবে। তিনি ১৯ তারিখের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত দিতে পারবেন। তারপর টিকটকের ভাগ্য নির্ধারণ করবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টিকটকের নতুন শপিং ফিচার ব্ল্যাক ফ্রাইডে সেলে ১০ কোটি ডলার আয় করেছে বলে জানিয়েছে কোম্পানিটি। ইমার্কেটার পূর্বাভাস দিয়েছে যে, আগামী বছর যুক্তরাষ্ট্রের টিকটকের বিজ্ঞাপন আয় ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা দেশের মোট ডিজিটাল বিজ্ঞাপন ব্যয়ের ৪ দশমিক ৫ শতাংশের সমান হবে।

টিকটকের ওপর নিষেধাজ্ঞা মেটা, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের জন্য লাভজনক হবে। তবে প্ল্যাটফর্মটির নির্ভরশীল কনটেন্ট ক্রিয়েটর এবং ছোট ব্যবসাগুলোর জন্য ক্ষতিকর হবে।


 

আরও পড়ুন