শিরোনাম
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৩:১৫, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৪৭, ২৭ মার্চ ২০২৫
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: মার্কেটওয়াচ
গেটসের বিশ্লেষণ অনুযায়ী, আগামী কয়েক বছরে এআই অনেক চাকরি বিলুপ্ত করবে এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের শ্রম স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে। তবে এই পরিবর্তনের মধ্যেও তিনি তিনটি পেশাকে তুলে ধরেছেন, যেগুলো নিরাপদ থাকতে পারে—বর্তমান প্রেক্ষাপটে অন্তত।
১. সফটওয়্যার ডেভেলপার
সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিংয়ের সঙ্গে জড়িতরা তাদের কর্মক্ষেত্র ধরে রাখতে সক্ষম হবেন। এআই কোড জেনারেট করতে পারলেও, জটিল সফটওয়্যার নির্মাণের জন্য প্রয়োজনীয় সমস্যা সমাধানের দক্ষতা এখনো এর নেই। গেটসের মতে, মানুষের প্রোগ্রামারদের ভূমিকা এখনো অপরিহার্য—বিশেষত কোড ডিবাগিং, অপ্টিমাইজেশন এবং এআই সিস্টেম উন্নয়নের ক্ষেত্রে। এআইকে একটি সহায়ক টুল হিসেবেই দেখছেন তিনি, যেখানে মানবীয় বিচারক্ষমতা ও সৃজনশীলতা মূল চালিকাশক্তি।
২. জ্বালানি বিশেষজ্ঞ
জ্বালানি খাত অত্যন্ত ব্যাপক ও জটিল হওয়ায়, শুধুমাত্র এআই-এর মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তেল, পারমাণবিক শক্তি কিংবা নবায়নযোগ্য শক্তি—প্রতিটি উপখাতেই বিশেষজ্ঞদের জ্ঞান ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। গেটসের ভাষ্য, এআই ডেটা বিশ্লেষণ বা দক্ষতা বাড়াতে সাহায্য করলেও, জটিল পরিস্থিতি মোকাবেলা বা কৌশলগত সিদ্ধান্তে মানব বিশেষজ্ঞদের বিকল্প নেই। ফলে, এই পেশার প্রাসঙ্গিকতা ভবিষ্যতেও অটুট থাকবে।
৩. জীববিজ্ঞানী
চিকিৎসা গবেষণা ও বৈজ্ঞানিক উদ্ভাবনে জীববিজ্ঞানীদের সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণী দক্ষতা এআই-এর পক্ষে পুরোপুরি অনুকরণ করা সম্ভব নয়। এআই ডেটা প্রক্রিয়াকরণ বা রোগ শনাক্তকরণে সহায়তা করতে পারলেও, গবেষণায় মৌলিক ভূমিকা রাখা বা নতুন ধারণা তৈরিতে এটি সীমাবদ্ধ। গেটসের মতে, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনের জটিলতা বুঝতে জীববিজ্ঞানীদের ভূমিকা কেন্দ্রীয় থাকবে। এআই এখানে শুধু একটি সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে, প্রতিযোগী হিসেবে নয়।
তবে গেটস স্বীকার করছেন, তার এই পূর্বাভাস সম্পূর্ণ নির্ভুল নাও হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ভবিষ্যতে আরও গভীর ও জটিল আকার নিতে পারে বলে তিনি সতর্ক করেছেন। শিল্পবিপ্লব বা ইন্টারনেটের মতো এআইও কাজের ধরন ও দক্ষতার সংজ্ঞা বদলে দেবে। ফলে, পেশাজীবীদের জন্য অভিযোজন ও দক্ষতা বৃদ্ধিই হবে টিকে থাকার মূল চাবিকাঠি।