ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

নতুন নিয়মে শর্টস ভিডিওর ভিউ গুনবে ইউটিউব

টেক ডেস্ক

প্রকাশ: ১২:২১, ২৮ মার্চ ২০২৫

নতুন নিয়মে শর্টস ভিডিওর ভিউ গুনবে ইউটিউব

শর্টসের জন্য ভিউ হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব। প্লাটফর্মটির শর্টসের এমন পরিবর্তন ছোট আকারের ভিডিওর জন্য ইউটিউবকে প্রতিদ্বন্দ্বী পরিষেবা টিকটক ও ইনস্টাগ্রামের কাছাকাছি নিয়ে আসবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

ভিডিওর কোনও ক্লিপ দেখার জন্য ব্যবহারকারীর ভিউ হিসাব করার আগের যে ন্যূনতম প্লে টাইমের প্রয়োজনীয়তা ছিল নতুন পদ্ধতিতে তা সরিয়ে ফেলবে ভিডিও প্ল্যাটফর্মটি।

৩১শে মার্চ থেকে যখনই কোনও ইউটিউব শর্ট ভিডিও চলবে বা একই ভিডিও আবার প্লে হবে তখনই একটি ‘ভিউ’ যোগ হবে। এমন পরিবর্তনটি কার্যকর হওয়ার পরে কনটেন্ট নির্মাতারা আরও বেশি ভিউ দেখতে পাবেন ইউটিউবের শর্টস ভিডিওতে।

এক্ষেত্রে ‘এনগেজড ভিউ’ ট্র্যাক করতে থাকবে ইউটিউব, যা ‘নির্দিষ্ট সংখ্যক সেকেন্ডের জন্য’ একটি ক্লিপ কতবার চালানো হয়েছে তার হিসাব করবে। ইউটিউব বলেছে, এ পরিবর্তনটি কনটেন্ট নির্মাতাদের আয় বা ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’-এর জন্য নির্মাতাদের যোগ্যতার ওপর প্রভাব কোনও প্রভাব ফেলবে না।

ইনস্টাগ্রাম ও টিকটক উভয়ই ‘ভিউ’কে একটি ভিডিও কতবার প্লে হয়েছে তার সংখ্যা হিসেবে হিসাব করে। কোনও কনটেন্ট দেখার ক্ষেত্রে সময় ট্র্যাক করার জন্য মেট্রিক্সও অফার করে এসব প্ল্যাটফর্ম। ইউটিউব শর্টস-এর বিষয়টি বিবেচনায় নিলে, ইনস্টাগ্রাম ও টিকটক উভয়েরই মাসিক ব্যবহারকারীর সংখ্যা একশ কোটিরও বেশি।

তাই এসব প্লাটফর্মের একইভাবে ‘ভিউ’ হিসাব করার বিষয়টি যুক্তিসঙ্গত হবে। যাতে নির্মাতারা আরও ভালভাবে বুঝতে পারেন যে, তাদের ভিডিও কতজন লোকের কাছে পৌঁছাচ্ছে।

আরও পড়ুন