ঢাকা, রোববার, ০৬ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

টিকটকের ভাগ্য নির্ধারণে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১১:২৮, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৩৪, ৫ এপ্রিল ২০২৫

টিকটকের ভাগ্য নির্ধারণে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে আরও ৭৫ দিনের সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে অ্যাপটির যুক্তরাষ্ট্র শাখার মালিকানা বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশটিতে টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘আমরা চাই না টিকটক বন্ধ হয়ে যাক। টিকটক এবং চীনকে নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছি।’ বর্তমানে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইটড্যান্স টিকটকের মালিক।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটক নিষিদ্ধে সময়সীমা বাড়িয়েছিলেন ট্রাম্প। পুরনো সময়সীমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত শনিবার, তবে নতুন সময়সীমা অনুযায়ী বাইটড্যান্স আরও সময় পেল চুক্তি সম্পন্ন করার।

২০২৩ সালে মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি দ্বিদলীয় আইনের আওতায় বাইটড্যান্সের ওপর চাপ সৃষ্টি করা হয় ছয় মাসের মধ্যে টিকটকের নিয়ন্ত্রণ বিক্রি করার জন্য। অন্যথায় জাতীয় নিরাপত্তা ইস্যুতে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে।

বাইটড্যান্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি। কোম্পানির একজন মুখপাত্র বলেন, ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো নিষ্পন্ন হয়নি এবং যেকোনো চুক্তি চীনা আইনের অধীনে অনুমোদনের ওপর নির্ভরশীল।’

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও পূর্বে আশঙ্কা প্রকাশ করেছিল যে, চীন টিকটকের মাধ্যমে গুপ্তচরবৃত্তি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্রে অ্যাপটির মালিকানা আলাদা করার তাগিদ দেওয়া হয়।

তবে টিকটক নিষিদ্ধের বিরোধিতাকারীরা বলছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ভেতরে টিকটক স্থানান্তরের উদ্যোগ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প জানিয়েছেন, টিকটক কেনা নিয়ে চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা চলছে। এদের মধ্যে রয়েছেন আমাজন, ফ্রাংক ম্যাককোর্ট ও কেভিন ও’লেয়ারির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম, যেখানে রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানও যুক্ত হয়েছেন। এ ছাড়া মাইক্রোসফট, ব্ল্যাকস্টোন, অ্যান্ড্রেসেন হোরোভিটজ এবং পারপ্লেক্সিটি এআইয়ের মতো কোম্পানিও আলোচনায় রয়েছে।

টিকটক কেনার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে থাকলেও ট্রাম্প সম্প্রতি বিশ্বব্যাপী আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন, যার ফলে আলোচনায় ভাটা পড়ে। চীন জানায়, শুল্ক ইস্যুতে আলোচনা না হলে তারা চুক্তির অনুমোদন দেবে না।

ট্রাম্পের দাবি, ‘আমরা আশা করি চীন টিকটক বিক্রির অনুমোদন দেবে এবং পাল্টা শুল্ক কমাতে রাজি হবে।’

তিনি আরও বলেন, ‘এই বাণিজ্যিক শুল্কগুলো আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক হাতিয়ার।’
 

তথ্যসূত্র: বিবিসি

আরও পড়ুন