ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

অনুমতি ব্যতীত সেভ করা যাবে না হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিও

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩:৫৮, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৫৭, ১৬ এপ্রিল ২০২৫

অনুমতি ব্যতীত সেভ করা যাবে না হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিও

ছবি: পিক্সেলস

ব্যবহারকারীদের প্রাইভেসি নিশ্চিত করতে নতুন এক ফিচার চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে দেখা গেছে, এখন থেকে কাউকে ছবি বা ভিডিও পাঠালে সেটি আর রিসিভারের ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে না-যদি না প্রেরক অনুমতি দেন।

এই সেটিং চালু করলে নির্দিষ্ট চ্যাটে এ সীমাবদ্ধতা কার্যকর হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে আপনি এটি অ্যাপ্লাই করবেন, শুধু তাদেরই মিডিয়া ফাইল ডাউনলোড বন্ধ থাকবে। ফলে আপনি যেসব ছবি বা ভিডিও শেয়ার করছেন, তা আর রিসিভার চাইলেও ফোনে সংরক্ষণ করতে পারবেন না। এতে কন্টেন্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে প্রেরকের হাতে।

এখন পর্যন্ত এই ফিচার কেবল disappearing message সুবিধার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার হোয়াটসঅ্যাপ চায়, রেগুলার চ্যাটেও এই নিয়ন্ত্রণের সুবিধা দিতে। ব্যবহারকারী যদি নতুন প্রাইভেসি অপশনটি ‘অপ্ট-ইন’ করেন, তাহলে রিসিভার আর মিডিয়া ফাইল সেভ করতে পারবেন না। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ চায়, ব্যবহারকারীরা যেন মিডিয়া শেয়ারের ক্ষেত্রেও আরও নিরাপদ এবং নিশ্চিন্ত বোধ করেন।

এই আপডেটের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, 'চ্যাট হিস্ট্রি এক্সপোর্ট'-এর উপর নিয়ন্ত্রণ। অর্থাৎ, কেউ যদি Advanced Chat Privacy চালু করেন, তাহলে তার চ্যাট বা কথোপকথন অন্য কেউ এক্সপোর্ট করতে পারবে না। ফলে, ব্যবহারকারীর তথ্য অনিচ্ছাকৃতভাবে বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার আশঙ্কা থাকবে না। 

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন